৫নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদ
শ্রীপুর, মাগুরা।
গত অধিবেশনের সিদ্ধান্ত পঠন ও অনুমোদনঃ-
অদ্যকার সভা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মহিদুল আলম (মহিদ) সভাপতিত্বে সর্ব্ব সম্মত ভাবে সভার কাজ শুরু হয় এবং গত অধিবেশনের সিদ্ধান্ত সভায় পঠিত ও অনুমোদিত হইল।
ট্যাক্স আদায় নিয়ে আলোচনাঃ
চেয়ারম্যান সাহেব ট্যাক্স আদায় সম্পর্কে জানালেন যে, বাড়িতে বাড়িতে হোল্ডিং নাম্বার লাগানো শেষনা হওয়া পর্যন্ত ট্যাক্স আদায় সম্ভব হচ্ছে না তাই সদস্য বৃন্দদের হোল্ডিং নাম্বার লাগানোয় সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
-চলমান-
আইন শৃংখলা বিষয়ে আলোচনাঃ
আইন শৃংখলা সম্পর্কে বিস্তারিত আলোচনায় জানা গেলো কিছু দিন আগের তুলনায় বর্তমান পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক তারপর ও চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশদের সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
যৌতুক ও বাল্য বিবাহ সম্পর্কে আলোচনাঃ
যৌতুক ও বাল্য বিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনায় চেয়ারম্যান সাহেব জানান এখনো কিছু কিছু অভিভাবক বাল্য বিবাহ দেওয়ার জন্য চেষ্টা বাগো পনেদেওয়ার জন্য চেষ্টাচালায় এবং নিবন্ধন কার্ডে বয়স বৃদ্ধির জন্য পরিষদে আসেন যাতে বিবাহ দেওয়া যায়, কিন্তু চেয়াম্যান সাহেব তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন আমার ইউনিয়নে কোন প্রকার বাল্য বিবাহ দেওয়া চলবেনা। চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্য বৃন্দদের বাল্য বিবাহ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে আলোচনাঃ
অদ্যকার সভায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে জনগনকে আরও বেশি সজাগ করার জন্য পরিবার পরিকল্পনা বিভাগকে অনুরোধ করেন।
নারী ও শিশু নির্যাতন বিষয়েঃ
অদ্যকার সভায় নারী ও শিশু নির্যাতন বিষয়ে জানা গেলো অত্র ইউনিয়নে নারী ও শিশু নির্যাতনের মত ঘটনাতে মন আরচোখে পরছেনা।
শিক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনাঃ
অদ্যকার সভায় শিক্ষার অগ্র গতি সম্পর্কে আলোচনায় উপস্থিত শিক্ষকবৃন্দ গন অবগত করেন যে, বর্তমান ইউনিয়নে শিক্ষার অবস্থাবেশ ভালো এবং আরো ভালো হওয়ার জন্য চেয়ারম্যান সাহেবস্ ট্যান্ডিং কমিটির সভাপতি ও সদস্যদের অভিভাবকদের সচেতন করার জন্য অনুরোধ করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনাঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনায় জন্ম নিবন্ধনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত সদস্যবৃন্দ। জন্মনিবন্ধনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্ট জমারেখে সমস্যার সংশোধনের সর্ব্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
অতঃপর আর কোন আলাপ আলোচনা নাথাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্য ও সদস্যা বৃন্দকে ধন্যবা দজ্ঞাপনের মাধ্যমে সভার কাজ সমাপ্তী ঘোষনা করেন।
গ্রামআদালত মাঠকর্মীতে আছেন
সন্জয় কুমার মন্ডল
মোবাইল নং ০১৯১৭-০৭৩০৪৩
অফিস সহকারীতে আছেন
রিনা রানী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS